সম্প্রতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেঁপের ভেতরে মিলেছে আস্ত আরেকটি পেঁপে! শুধু গায়ের রংটা সবুজ নয়। আর সব স্বাভাবিক একটি পেঁপের যা থাকে তাই। সোমবার সন্ধায় পৌর শহরের জগথা মহল্লার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা আলম পেঁপে কাটতে গিয়ে এ ঘটনার সম্মুখিন হন।
তিনি জানান, নিজের লাগানো গাছের পাকা পেঁপে কাটার পর অবাক হয়ে যাই। পেঁপের ভিতর ধবধবে সাদা ছোট পেঁপে। আমার ৮০ বছর জীবনে এমনটা দেখিনি। পেঁপেটি কাটার পর ভেতরে থেকে বের হয় আরেকটি আস্ত ছোট পেঁপে। গায়ের রং ছাড়া আর সবই ছিল স্বাভাবিক। ছোট পেঁপেটি কাটার পর তার ভেতরেও ছোট ছোট বীজ ছিল। বড় পেঁপেটির ভেতরে কোনো বীজ ছিল না। বিষয়টি আমাদের অবাক করেছে।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এস এম সারওয়ার হোসেন জানান, দুই কারণে এটি হতে পারে। একটি নিষেকজনিত ত্রুটি। অন্যটি বীজ ফলের ভিতরে গজিয়ে ওঠার কারণে। দুটি বীজের নিষেক একই সঙ্গে ঘটলে একটি ভ্রুণের ভিতর অন্য ভ্রুণটি ঢুকে পড়ে। ফলে ভ্রুনটি ফলে রূপান্তরিত হলে অন্যটি ফলের ভিতরে স্থান পায়। এটি একটি ব্যতিক্রম ঘটনা। আবার কোনো কারণে বীজ ফলের ভিতরে গজিয়ে যায়। ইংরেজিতে এ ঘটনাকে ‘ভিভিপেরাস’ বলে।
তিনি আরও বলেন, এটা কিছুটা জাতগত বৈশিষ্ট্য। এটি হওয়া অবিশ্বাস্য কিছু নয়। সূর্যের আলো স্পর্শ করেনি বলে পেঁপের ভেতরের ছোট পেঁপেটা সাদা রঙের রয়ে গেছে। আলো পেলে এটিও সবুজ রং ধারণ করতো।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা