সারাদেশে গত নয় মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ‘বন্দুকযুদ্ধে’ ৩০৯ জন নিহত হয়েছেন।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এসব হতাহতের ঘটনা ঘটেছে।
সোমবার সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজ এক বিবৃতিতে জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
এরমধ্যে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৮৪ জন, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪২ জন, গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২২ জন, যৌথবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন, কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন, বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪১ জন, পুলিশের নির্যাতনের ছয় জন, পুলিশের গুলিতে তিন জন, বিজিবির গুলিতে তিন জন এবং পুলিশ হেফাজতে আত্মহত্যা করেছে দুই জন।
এছাড়া, দুই জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হয় এবং হেফাজতে অসুস্থ হয়ে মারা যান একজন।
আইন ও সালিশ কেন্দ্রের ওই প্রতিবেদনে আরও বলা হয়, পরিবার ও প্রত্যক্ষদর্শীর অভিযোগ অনুযায়ী, সাদা পোশাকধারী ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ১২ জনকে আটক করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এর মধ্যে পরবর্তী সময়ে চার জন ফেরত এসেছেন এবং একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আটকের এসব অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের ৯ মাসে ধর্ষণের শিকার হয়েছে এক হাজার ১১৫ নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫৭ জনকে। ধর্ষণের পর আত্মহত্যা করেছে আট নারী। ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে ১৭৮ জন নারীর ওপর।
এ ছাড়া গত ৯ মাসে যৌন হয়রানির শিকার হয়েছে ২০৩ জন। এর মধ্যে যৌন হয়রানির কারণে ১২ জন আত্মহত্যা করেছে। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে বখাটে কর্তৃক খুন হয়েছে চারজন নারী ও ছয়জন পুরুষ।
একই কারণে হয়রানি ও লাঞ্ছনার শিকার হয়েছে ১৯৬ জন। এ ছাড়া এই ৯ মাসে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে ২৯৭ নারী, যার মধ্যে ২১৮ জনকে হত্যা করা হয়েছে। পারিবারিক কারণে আত্মহত্যা করেছে ৪২ জন এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে ৩৭ জন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা