সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশি নারী হজযাত্রী মারা গেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সৌদি আরবের মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই হজযাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।
নিহত নারী হজযাত্রী নাম বেগম তাহমিনা নাসরিন (৪৮)। তাঁর পাসপোর্ট নম্বর – বি এন (০২৭৪৭২২)। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা।
হজ কাউন্সিলর আরো জানান, এ নিয়ে মক্কায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে ৫৩ হাজার ২৫৩ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৬৪৯ জন সেখানে পৌঁছান। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ ১০ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা