মহাসড়কে ধীর গতির যানবাহনের জন্য আলাদা লেন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সাত হাজার ৭৪৪ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এছাড়া, আরেকটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। আর ডাক বিভাগের প্রধান কার্যালয় গুলিস্তান থেকে আগারগাঁওয়ে স্থানান্তরের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ডাক বিভাগকে নতুন সেবা ও ব্যবসার সুযোগ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, ভবিষ্যতে যেসব জেলায় নতুন বিশ্ববিদ্যালয় হবে, স্থানীয় সব কলেজ তার অধিভুক্ত হবে। এছাড়া, গত অর্থবছরের সংশোধিত এডিপি ৯৪ দশমিক তিন দুই শতাংশ বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি।
NB:This post is copied from dbcnews.tv
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা