ভারতে নায়িকাদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম একেবারেই নতুন নয়। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে হালের আনুশকা শর্মা। তবে শুধু বিরাট কোহলি নন। এ মুহূর্তে ভারতীয় দলের প্রায় বহু ক্রিকেটারের ঘরণী বলি নায়িকা।
এবার তাদের ব্রিগেডে যোগ দিতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। দক্ষিণী এ সুপারস্টার বিয়ে করছেন এক ক্রিকেটারকেই। নানা জল্পনা কাটিয়ে এমন খবরই বিভিন্ন মিডিয়ায় সামনে আসছে।
সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে, বিয়ের পরিকল্পনাও করছেন তারা। তবে আনুশকা যার সঙ্গে প্রেম করছেন তিনি বর্তমান ভারতীয় জাতীয় দলে নেই। যদিও সেই ক্রিকেটার কে তা এখনো জানা যায়নি। তবে এ নিয়ে তেলেগু ও কানাড়া মিডিয়ায় বেশ চর্চা চলছে।
বাহুবলীর নায়িকা হিসেবে তিনি মুম্বাই ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা অর্জন করেন। তবে দক্ষিণে তিনি সুপারস্টার। বিয়ের ব্যপারে তার তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্যও আসেনি।
বর্তমানে ‘নিশাবধম’ নামে একটি ছবির প্রোমোশনে ব্যস্ত রয়েছেন আনুশকা শেঠি। মাধবনের সঙ্গে সেই ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। ২ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এখানে বোবা মেয়ের ভূমিকায় অভিনয় করছেন আনুশকা।
আনুশকা শেঠির সঙ্গে প্রভাসের প্রেম নিয়েও নানা জল্পনা হয়েছে। বাহুবালীর নায়িক-নায়িকা প্রেম করছেন। এমন কথা বহুবার উঠেছে। তবে সে নিয়ে কখনই মুখ খুলেননি দু’জন।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বিল্লা সিনেমায় প্রথম জুটিবদ্ধ হন প্রভাস-আনুশকা। এরপর মির্চি (২০১৩) সিনেমায় জু’টি বেঁধেছিলেন তারা। বক্স অফিসে ভালো সাড়াও ফেলেছিল অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি।
বাহুবলি সিনেমার মাধ্যমে আবারো পর্দায় তাদের জাদু দেখান এ জু’টি। এরপরই শুরু হয় তাদের ঘিরে প্রেমের গুঞ্জন।
এর আগে বলিউড নায়িকা আনুশকা শর্মার সঙ্গে বিয়ে হয় বিরাটের। সুখে সংসার করছেন দু’জনে। মাণীশ পান্ডের সঙ্গে বিয়ে হয় তালিম অভিনেত্রী অশ্রিতা শেঠির।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা