করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার থেকে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে আয়কর মেলা। এই প্রথমবারের মেলায় আয়কর রিটার্ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে প্রধানমন্ত্রী কত টাকা কর দিয়েছেন, সেটি প্রকাশ করেনি এনবিআর। আইন অনুযায়ী, একজন কত টাকা কর দিলেন সেই তথ্য প্রকাশ করার সুযোগ এনবিআরের নেই। তবে করদাতা চাইলে তিনি নিজেই তথ্য প্রকাশ করতে পারেন।
এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিনিধি একজন আইনজীবীর মাধ্যমে কর দিয়েছেন। তিনি নিজে উপস্থিত ছিলেন না। আইন অনুযায়ী যার কর তিনি নিজে না জানালে তা প্রকাশ করা যায় না।
প্রসঙ্গত, করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও আয়কর মেলার আয়োজন করে এনবিআর। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা