রাজধানীর কদমতলীর কামাল স্টিল মিলস লিমিটেডে লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মধ্যে আহত তিন শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আজ রবিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে বাবরের শরীরের ছয় শতাংশ, দুলালের ১০ শতাংশ ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিরা সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কারখানার সুপারভাইজর সনজিৎ মণ্ডল গণমাধ্যমে এ বিষয়ে জানান, রাতের শিফটে শ্রমিকরা কারখানায় লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ আগুনের ফুলকি গিয়ে তাদের শরীরে লাগে। এতে ১১ জন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা