সিনিয়র স্টাফ রিপোর্টার
খাদ্যাভাসের পরিবর্তন, কায়িক পরিশ্রম না করার কারণে মানুষ এখন অসংক্রামক রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এই রোগে আক্রান্ত হলে মানুষ মারা যেতে পারে। মারা না গেলে সারাজীবন সেই রোগ নিয়েই বেঁচে থাকে। তাই, অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে চাইলে নিজেকে সুস্থ রাখতে হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে কর্মরত স্বাস্থ্যবিটের সাংবাদিকদের অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিক। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, যেকোন জাতির আসল সম্পদ হলো তার মানব সম্পদ। এই মানব সম্পদ যদি সুশিক্ষিত হয় এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে তাহলে সেই জাতি এগিয়ে যাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সংক্রামক রোগ কমে গেছে। বেড়েছে অসংক্রামক রোগ। ২০১৮ সালে এই দেশের ৬৭ শতাংশ মানুষের মৃত্যু অসংক্রামক রোগে হয়েছে। এরমধ্যে ৩০ শতাংশ হৃদরোগে মৃত্যু হয়েছে।
তিনি বলেন, হাসপাতাল সৃষ্টি করে এই অসংক্রামক রােগের সমস্যার সমাধান হবে না। মানুষকে সুস্থ রাখতে হবে। আমরা সবাই, মানুষ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। কেউ যদি ভাল কাজ করেন, তাহলে ভাল ফল পাবেন। খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন।
ওয়ার্কশপে বলা হয়, অসংক্রামক রোগের বিভিন্ন ঝুঁকি ও তা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নীতি নির্ধারকদের জনস্বাস্থ্যবান্ধব নীতি গ্রহণে প্রভাবিত করতে নিয়মিত সংবাদ প্রকাশ করা জরুরি। এজন্য গণমাধ্যমের প্রচলিত সংবাদের পাশাপাশি আরো কী কী ধরনের সংবাদ হতে পারে তা সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে বাংলাদেশের সাম্প্রতিক অসংক্রামক রোগ পরিস্থিতি তুলে ধরেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। অসংক্রামক রোগ প্রতিরোধে আরো কী কী বিষয়ে সংবাদ হতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান। অনুষ্ঠানে তামাক ব্যবহারের ফলে ক্যান্সার ও হৃদরোগের মতো অসংক্রামক রোগে আক্রান্তদের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের প্রজেক্ট অফিসার ডা. আহমদ খায়রুল আবরার। এছাড়াও অসংক্রামক রোগ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক নুরুল ইসলাম হাসিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি ও কালের কণ্ঠের উপ-প্রধান প্রতিবেদক তৌফিক মারুফ। ওয়ার্কশপে বিভিন্ন গণমাধ্যমের ২২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা