রাজধানীর রামপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৩১) নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে হাতিরঝিলের রামপুরা রোডের ইউলুপের মুখে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আলী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোতালিব ব্যাপারি ছেলে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে হাতিরঝিলের রামপুরা রোডের ইউলুপের মুখে অজ্ঞাত একটি গাড়ি মোহাম্মদ আলীর পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এ সময় মোহাম্মদ আলী তার গাড়ি থেকে নেমে গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেন। গাড়িটি না থেমে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা