অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সহ-আয়োজক হয়েছে আমেরিকা। পহেলা জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। এই আসরে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশকে শুভ কামনা জানাতে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। একটু ভিন্নতা এনে এখানে বাংলাদেশ নারী জাতীয় দলের সাথে প্রীতি ক্রিকেট খেলার আয়োজনে ছিলেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জার্সি উপহার দেয়া হয় পিটার হাস ও ডোনাল্ড লুকে।
বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে নারী দলের সাথে কিছু সময় ক্রিকেট খেলেন তারা। জ্যোতি, রাবেয়াদের সাথে ব্যাটিং, বোলিং দু’টিই করেন।
বাংলাদেশ দলকে ভিন্ন মাত্রায় শুভ কামনা জানানোর এই ক্রিকেট ম্যাচ খেলে আনন্দিত নারী দলের অধিনায়ক জ্যোতি। জাতীয় দলকে শুভ কামনা জানান সাবেক নির্বাচক হাবিবুল বাশারও।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডোনাল্ড লু। শুভ কামনা জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা