মুম্বাইয়ের ডোংরি এলাকায় ভবনধসের ঘটনা ঘটেছে। আজ সকালে হুড়মুড়িয়ে ভেঙে রাস্তায় পড়ে একটি পাঁচতলা বাড়ি। মারাত্মক এ ঘটনায় ধ্বসংস্তুপের মধ্যে অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ শুরু করেছে দমকল বাহিনী। ভেঙে পড়া ইট-সিমেন্ট সরিয়ে উদ্ধারকাজ শুরু করেছে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ডোংরি এলাকার তান্ডেল স্ট্রিটে আবদুল রহমান শাহ দরগার কাছেই রয়েছে ওই কেশরবাই ভবন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সাড়ে ১১টার দিকে আচমকাই বহুতল ভবনটির একাংশ ধসে পড়ে। ধীরে ধীরে গোটা বাড়িটাই ভেঙে রাস্তায় পড়ে।
হতাহতের খবর এখন পর্যন্ত জানা যায়নি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মীরা জানিয়েছেন, এখন পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে ভেঙে পড়া বাড়ির ভেতরে ৪০-৫০ জনের মতো আটকে পড়েছেন। তবে সেই সংখ্যা বাড়তেও পারে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কর্মকর্তারা। সেখানে আরো আছেন দমকলের উচ্চপদস্থ কর্মকর্তারাও। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের দুটি দল উদ্ধারকাজ পরিচালনা করেছে। সূত্র: দ্য ওয়াল
NB:This post is copied from Kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা