গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বরেণ্য এই সাংবাদিক মাইলো ফাইব্রোসেসে (রক্তের ক্যান্সার) আক্রান্ত ছিলেন। গত ৮ই জুলাই তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার ছেলে অপূর্ব জানান, বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে মুহাম্মদ জাহাঙ্গীরের প্রথম নামাজে জানাজা হবে। বাড়ির কাছের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন।
এছাড়া সাংস্কৃতিক পরিমন্ডলেও যুক্ত ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ জাহাঙ্গীর ২৫টি বই লিখেছেন যার বেশির ভাগই গণমাধ্যম বিষয়ক। এছাড়া গণমাধ্যম বিষয়ে তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন। বাংলাদেশ টেলিভিশনে শুরু হওয়া প্রথম সরাসরি অনুষ্ঠান অভিমত এর উপস্থাপক ছিলেন তিনি। দেশের কয়েকটি বেসরকারি টিভির যাত্রা শুরুর পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন । মুহাম্মদ জাহাঙ্গীর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছোট ভাই। মুহাম্মদ জাহাঙ্গীর সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন-এর নির্বাহী পরিচালক ছিলেন।
NB:This post is copied from mzamin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা