মাগুরা পৌরসভার আয়োজনে ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও অভিযোগ বক্স স্থাপনের উদ্বোধন করেছেন এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বুধবার সকালে পৌরসভা চত্বরে তিনি এ উদ্বোধন করেন।
পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্স রেজাউল হক, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল।
এ সময় সাইফুজ্জামান শিখর বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে মশক নিধনের পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে। প্রত্যেকের বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে আমাদের নিজেদের ভালো থাকার সার্থে।
সেই সাথে অভিযোগ বক্স সম্পর্কে তিনি বলেন, আমাদের পর্যন্ত অনেক সময় তৃণমূল পর্যায়ের মানুষ পৌঁছাতে পারেন না। তাদের অনেক অভাব অভিযোগ থাকলেও আমাদেরকে বলতে পারেন না। এ সব মানুষের সমস্যা জানতে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। আমরা প্রতি সপ্তাহে এ বক্স খুলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।
NB:This post is copied from bd-pratidin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা