ভারতে ৩ হাজার অস্থায়ী কর্মীকে ছাঁটাই করল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি। দিল্লিতে বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের এ কথা জানান কোম্পানির চেয়ারম্যান আর সি ভার্গব। একই সঙ্গে জানালেন, ঘুরে দাঁড়াতে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) চালিত গাড়ি তৈরিতে জোর দিচ্ছে মারুতি সুজুকি। খবর এনডিটি অনলাইন।
চেয়ারম্যান বলেন, সেফটি নর্মস এবং উচ্চ হারে করের কারণে গাড়ি উৎপাদনের খরচ বেড়েছে। ফলে কোম্পানির ঘাড়ে ব্যয়ের বোঝা চেপেছে। তাই ৩ হাজার চুক্তিভিত্তিক কর্মীর রিনিউ করা হয়নি। কিন্তু ওই কর্মীদের পাওনা কীভাবে মেটানো হয়েছে, কোনো ক্ষতিপূরণ দেয়া হয়েছে কিনা, তা নিয়ে কোনো মন্তব্য করেননি ভার্গব।
তিনি জানিয়েছেন, মারুতি সুজুকি নতুন করে সিএনজিচালিত গাড়ি উৎপাদনে জোর দিচ্ছে। মারুতির একটি সূত্রের খবর, চলতি বছরেই অন্তত ৫০ শতাংশ সিএনজিচালিত গাড়ির উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতের এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা।
জুলাইয়ের সমীক্ষা অনুযায়ী বলছে, ভারতে টানা নয় মাস গাড়ি বিক্রি কমে তলানিতে ঠেকেছে। নানা অফারের পাশাপাশি দাম কমিয়েও বিক্রিতে গতি আসছে না। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, গোটা বিশ্বেই অর্থনীতিতে মন্দ গতি। তার প্রভাব পড়েছে ভারতেও। মানুষের ক্রয়ক্ষমতা কমছে। বিলাসিতার চেয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। তার সঙ্গে যোগ হয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলোর ওপর সরকারের ‘সেফটি নর্মস’ বা নিরাপত্তার বিধিনিষেধ এবং অতিরিক্ত কর চাপানো।
NB:This post is copied from jugantor.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা