বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস, দি হেগ দূতাবাস প্রাঙ্গনে ‘The Portrait of a Leader’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স খোন্দকার এহতেশামুল কবির মঙ্গলবার (১৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটি-র সদস্যগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স খোন্দকার এহতেশামুল কবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং করোনা ভাইরাসের ভয় সত্ত্বেও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর রাজনৈতিক, কূটনৈতিক কর্মকান্ড এবং পারিবারিক জীবনের উপর ৬৪ টি ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয় এবং উক্ত প্রদর্শনী আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এক বিশাল ব্যক্তিত্ব ও মহান নেতাকে নেদারল্যান্ডের সর্বসাধরণের কাছে উপস্থাপন করার প্রয়াসে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।বাঙালী জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর কারিশম্যাটিক নেতৃত্ব এবং বিশ্বব্যাপী তাঁর কূটনৈতিক দক্ষতা আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হবে।
এর আগে সকালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা