ড্রোন থেকে অসংখ্য ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে ধেয়ে আসছে। সেগুলোর আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক জঙ্গি আস্তানা। এতদিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো কিছু দেশে ছিল ওই প্রযুক্তি।
এবার নিজস্ব প্রযুক্তিতে সেটা তৈরি করতে যাচ্ছে ভারত। জানা গেছে, ১০ বছরের মধ্যে এই অসম্ভবকে সম্ভব করতে চলেছে হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড (হ্যাল)।
আর এ কাজে হ্যালের সঙ্গে কাজ করবে বেঙ্গালুরুর ‘নিউস্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস’। এয়ার লঞ্চড ফ্লেক্সিবল অ্যাসেট (সোয়ার্ম) প্রকল্প কর্তৃপক্ষ তেমনটাই বলছে।
পুলওয়ামায় হামলার পর বালাকোটে জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে ভারত যেভাবে বিমান হামলা চালায়, তার প্রতি পদে ছিল বিপদ। সে সময়, পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ে পুরো ভারতের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন পাইলট অভিনন্দন বর্তমান।
তবে, জঙ্গিদমনের মতো ঝুঁকিপূর্ণ অভিযানে নতুন ধরনের এই ড্রোন দারুণ কার্যকরী হবে বলেই মনে করছেন সোয়ার্ম প্রকল্পের কর্মকর্তারা।
তাদের মতে, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বলতে যা বোঝায়, আলফা-এস ঠিক সেটাই। এই ড্রোনগুলোকে বয়ে নিয়ে যাবে যুদ্ধবিমান। শত্রুর অলক্ষ্যে এগুলোকে ছাড়া হবে ঝাঁকে ঝাঁকে। সর্বোচ্চ ঘণ্টায় একশ কিলোমিটার বেগে উড়তে পারবে এই ড্রোনগুলো। অভিযানের সময়সীমা যদি দীর্ঘক্ষণ হয়, তাহলে ড্রোনগুলোও ততক্ষণ একই গতিতে উড়বে।
NB:This post is copied from Kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা