অনলাইন ডেস্ক
রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত প্রায় সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, রাত প্রায় ১১টা ১৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। খবর পাওয়ার পর সাথে সাথেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুরো এলাকা কাপড়ের বাজার হওয়ায় আগুনের লেলিহাল শিখা দাউ দাউ করে চারদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া বাজারের অলি গলি ও রাস্তা খুবই সরো হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে সমস্যা তৈরী হয়।
স্থানীয়রা জানান, সাধারণত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিনদিন এ হাট খোলা থাকে। অন্য সময় বাজারের বেশির ভাগই দোকান বন্ধ থাকে। এছাড়াও যে কটা খোলা থাকে তারাও রাত গভীর হওয়ায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়।
আগুনের সূত্রপাত মধ্য রাতে হওয়ায় অগ্নিকাণ্ডের সাথে সাথে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এছাড়াও বাজারের ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি অবাধে যাওয়ার মতো ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণ ব্যহত হচ্ছে। এছাড়া বাজারের পাশে ছোট্ট একটি নালা থাকলেও তা বাজারের ময়লা আবর্জনা দিয়ে প্রকার ভরাট করে রাখায় পানি সঙ্কট দেখা দিয়েছে।
বাবুর হাট বাজারে প্রতি সপ্তাহে প্রায় কয়েকশত কোটি টাকার কাপড় বেচাকেনা হয়ে থাকে। বাজারটিতে ছোট বড় প্রায় ৩ হাজারের অধিক কাপড়ের দোকান রয়েছে। যেখানে বিক্রি হয় সকল ধরনের থ্রি-পিস, শাড়ি, লুঙ্গি বেডসিট, চাঁদর, গামছাসহ সব ধরনের কাপড়। এই দোকানগুলোতে প্রায় ১৫ হাজার লোক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে।
শেখেরচর বাজারটি প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত বাবুরহাট নামে পরিচিত। এটি দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার। এখানকার কাপড় দেশের প্রায় ৭০ ভাগ দেশীয় কাপড়ের চাহিদা পূরণ করে থাকে। শতবর্ষী পুরনো পাইকারি এই কাপড়ের হাটে প্রতিদিন বেচাকেনা হয় কয়েক কোটি টাকার কাপড়।
বুধবার বিকাল থেকে জমতে শুরু করে বাবুরহাট। বৃহস্পতিবার ও শুক্রবার পুরো দমে চলে কেনাবেচা। শনিবার বিকেলে শেষ হয় হাটের সকল বেচাকেনা। বাবুরহাটে বিক্রি হওয়া থানকাপড়, পপলিন কাপড়, ভয়েল কাপড়, সুতি, শাড়ি, থ্রি-পিস, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার তাঁতশিল্পে উৎপন্ন।
বাজারে চুরি ও লুট রোধ করতে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী কাজ করছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা