অনলাইন ডেস্ক
কেউ ত্রিপল বিচাচ্ছেন, কেউবা রাখছেন থালা ও পানির বোতল। আরেক দল সেই থালায় সাজিয়ে দিচ্ছেন ছোলা, মুড়ি, পিয়াজু, জিলাপি ও বেগুনীসহ ইফতারির নানা পদ। এই চিত্র পটুয়াখালীর শহরের ঝাউতলা ফোরলেন এলাকার। প্রতিদিন এখানে দিনমজুর, শ্রমিক, পথচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালীবাসী। এতে খুশি রোজাদাররা।
পৌরসভা ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় রমজানে প্রতিদিন এই ইফতার খানা চালু রাখার কথা জানালেন উদ্যোক্তারা।
৯০ বছরের ঐতিহ্য ধরে রেখে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা রওজা শরীফে একসাথে ইফতার করেন ছয় হাজার রোজাদার। ১৯৩৫ সালে আহছানিয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে হয়ে আসছে এই আয়োজন। এখানে কাজ করেন প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবক। সাতক্ষীরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মুসুল্লিরার এখানে ইফতার করতে আসেন। আয়োজকরা জানান, এটি দেশের সবচেয়ে বড় ইফতারের আয়োজন।
এদিকে, মাগুরায় নিু ও অসহায় মানুষের জন্য পাঁচ টাকায় ইফতার বাজার চালু করেছে আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাব এবং মাগুরা ও ট্রাষ্ট সমাজ কল্যাণ সংস্থা। মাগুরার আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব আলী মিল্টন জানান রোজারদের কষ্ট লাগবে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে নিম্ন আয়ের মানুষদের জন্য রমজানে নিয়মিত ইফতার আয়োজন করতে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা