অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহতদের বেশিরভাগ শিশু ও নারী।
গত সপ্তাহের শনিবার ভোরে গাজা থেকে হামাস হঠাৎ করে উপর্যুপরি রকেট হামলা শুরু করলে হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এ পর্যন্ত ইসরাইলের হামলায় ফিলিস্তিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৮ জনে। আহত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। আর হামাসের হামলায় ইসরাইলি নিহত হয়েছে অন্তত এক হাজার ৩০০ জন।
এদিকে, চিকিৎসা সরঞ্জামের অভাব ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলো ‘কবরস্থানে’ পরিণত হয়েছে বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস।
জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। জেনারেটর দিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা চালিয়ে নেয়া হচ্ছে। তবে বেশিরভাগ স্থানে জেনারেটরের জ্বালানিও ফুরিয়ে গেছে।
ইসরাইলের দাবি, গত ৭ই অক্টোবর থেকে বৃহস্পতিবার (১২ই অক্টোবর) পর্যন্ত তারা গাজায় চার হাজার টন ওজনের অন্তত ছয় হাজার বোমা হামলা চালিয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা