চাকা ছবির দৃশ্য‘আগামী’ চলচ্চিত্রের ৩৫ বছর ও ‘চাকা’ ছবির ২৫ বছর পূর্তিতে প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়েছে আজ শনিবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। দুটি ছবিই পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম।
মিলনমেলার পরে ‘আগামী’ ও ‘চাকা’ ছবি দুটি দেখানো হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি।
মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আগামী’ ও ‘চাকা’ এর আগে বেশ কয়েকটি দেশি ও আন্তর্জাতিক উৎসবে সাফল্যের স্বাক্ষর রাখে। ১৯৮৪ সালে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ‘আগামী’। এ ছবির জন্য ১৯৮৫ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দশম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেন মোরশেদুল ইসলাম।
অন্যদিকে ১৯৯৩ সালে জার্মানির ম্যানহাইম চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক সমালোচক পুরস্কার ও ইন্টারফিল্ম পুরস্কার জেতে ‘চাকা’। ছবিটির জন্য ১৯৯৪ সালে ফ্রান্সের ডানকার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের সম্মান অর্জন করেন মোরশেদুল ইসলাম। এ ছাড়া ১৯৯৫ সালে ‘চাকা’ ছবিটি ফ্রান্সের মর্যাদাপূর্ণ ‘জর্জেস ও রুতা সাদুল’ পুরস্কার জিতে নেয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা