পটুয়াখালী: অভাবের তাড়নায় সন্তানকে ঢাকা-পটুয়াখালীগামী লঞ্চে অন্যের কোলে তুলে দিয়ে পালিয়ে যান পলি খাতুন নামে এক মা।
রোববার (০৭ জুলাই) বিকেলে ২২ দিন বয়সী ওই নবজাতকটিকে মা পলির হাতে তুলে দেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এসময় পলিকে অর্থিক সহায়তা দেওয়া হয়।
পলি খাতুনের বাড়ি পটুয়াখালী সদরের লোহালিয়ায়। স্বামী ও দুই মেয়েকে নিয়ে তিনি ঢাকায় থাকেন।
ওসি মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে পলির স্বামী মোবাইল বন্ধ করে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। অভাবের সংসারে কোনো উপায় না পেয়ে পলি নিজের ২২ দিন বয়সী মেয়েকে পটুয়াখালীর লঞ্চে এক অপরিচিত নারীর কোলে তুলে দিয়ে লঞ্চ থেকে নেমে যান। ওই নারী নবজাতকটিকে নিয়ে পটুয়াখালী থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়। এরপর নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে মা পলিকে খুঁজে বের করা হয়।
নবজাতকটির মা পলি বাংলানিউজকে বলেন, অভাবের তাড়নায় নিজের সন্তানকে না মেরে অন্যের হাতে তুলে দিয়েছিলাম। এখন বাচ্চাটিকে আমি দত্তক দিতে চাই।
ND: This news copied from:banglanews24.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা