অনলাইন ডেস্ক
নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেল ৩টার মধ্যে সংসদ বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়েছেন তারা। আরও একটি রূপরেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। নতুন এই সরকার আজ ঘোষণা হওয়ার কথা রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। দায়িত্ব নেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।
এ বিষয়ে গতকাল রাতেই বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন বিভন্ন রাজনৈকি দলের নেতারা।
সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বিলুপ্ত হয়ে যায় মন্ত্রিসভা। এখন সংসদ বিলুপ্ত ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অপেক্ষা। এসব নিয়ে কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারেন শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
চলতি বছরের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার সরকার। ছাত্র আন্দোলনের মুখে মাত্র সাত মাসের মাথায় বিলুপ্ত হলো এই সরকার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা