দেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের গুলশানের অফিস ও বাসায় অভিযান চালিয়েছে র্যাব। সোমবার রাত ১০টার দিকে অভিযান শুরু করে চলে গভীর রাত পর্যন্ত। এ সময় অনেক ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এর আগে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় গতকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে তাকে আটক করে র্যাব-১। পরে তাকে র্যাব-১ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেলিম প্রধানের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশানের দুই নম্বর অ্যাভিনিউয়ের ৯৯ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় রাত ১০টার দিকে অভিযান শুরু করা হয়।
এই বাসাতেই সেলিম ‘পি-২৪ গ্যাম্বলিং’ নামে অনলাইন ক্যাসিনো পরিচালনা করতেন। এটা বাসা হিসেবে ব্যবহারের পাশাপাশি তিনি অনলাইনে ক্যাসিনো কারবার করতেন।
র্যাবের এক কর্মকর্তা বলেন, ‘অনলাইন ক্যাসিনোর বাংলাদেশের কান্ট্রি প্রধান সেলিম দীর্ঘদিন ধরে র্যাবের নজরদারিতে ছিলেন। দেশে অনলাইনে ক্যাসিনো পরিচালনার পাশাপাশি টেন্ডারবাজি এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
চারদলীয় জোট সরকারের সময় তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ ছিল সেলিম প্রধান। ’ তারেকের বিভিন্ন পার্টিতে তরুণী সরবরাহের কাজ করতেন সেলিম।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা