অনলাইন ডেস্ক
শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। আমরা সেটা লক্ষ করেছি করোনা সংক্রমণ যখন আসলো, সেই সময়ে। আমরা দেখলাম, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হওয়ার বিষয়টি।’
মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল ছিল স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে প্রশ্ন রেখে বলতে চাই, স্বাস্থ্য খাত যদি ধ্বংসই হয়, তাহলে এই করোনাভাইরাসের তিনটি ঢেউ কিভাবে মোকাবিলা করলো বাংলাদেশ?’
‘১৩০টি দেশ যখন করোনার টিকা দেওয়া শুরুই করেনি, তখন বাংলাদেশে টিকা কার্যক্রম শুরু করেছে এবং একসাথে কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বস্তিবাসী, ভাসমান মানুষ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, সবাইকে বিনা রেজিস্ট্রেশনে যেভাবে টিকা দেওয়া হয়েছে বাংলাদেশের মতো এমন জনবহুল এবং উন্নয়নশীল দেশে, এমন কার্যক্রম কমই হয়েছে। যে কারণে অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক কার্যকরভাবে এ মহামারি মোকাবিলা করতে সক্ষম হয়েছে।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘এই মহামারির সময় অন্যান্য স্বাস্থ্যসেবাও চলমান ছিল। কেউ অন্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়নি। জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে। মির্জা ফখরুল সাহেবরা প্রশংসা করতে পারে না। এটা তাদের চিন্তার দীনতা।’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েক দিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমতির দিকে। পেঁয়াজ এবং শাকসবজি থেকে শুরু করে মুরগির দাম কমতির দিকে। সরকার মনিটরিং করছে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। তবে দুঃখজনক হলেও সত্য বিএনপি এবং তাদের অনেক মিত্র অসাধু ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছে পণ্যের মজুদ করার জন্য এবং পণ্য মূল্য বাড়ানোর জন্য।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা