অনলাইন ডেস্ক
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত দুই কন্যাশিশু হলো লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। তারা সহোদর এবং চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৪৮ জন ঘুরতে উচিতপুরে যায়। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
মদন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আহমেদুল কবির জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ঘণ্টাব্যাপী অভিযানে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকা ডুবিতে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তারা সবাই ভালো আছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা