২০২০ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। গতকাল সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় বাংলাদেশের নাম ঘোষণা করা হয়। যদিও ২০২০ সাফ ফুটবল আয়োজনের কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশকে নির্বাচন করা হয় বলে জানা গেছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের সেপ্টেম্বরে ঢাকায় হবে এই প্রতিযোগিতা।
সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ২০২০ সাফ ফুটবলের স্বাগতিক হতে আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে কোনও দেশ আপত্তি করেনি। সবার সম্মতিতে বাংলাদেশ আবার আয়োজকের সম্মান পেয়েছে।’
উল্লেখ্য, ১৯৯৩ সালে লাহোরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়। ওই সময় এর নাম ছিল সার্ক গোল্ড কাপ। দক্ষিণ এশীয় ৭ দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এরপরে ২০০৫ সালে আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হওয়ায় সাফ ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া শুরু করে দলটি।
প্রতি দুই বছর পরপর সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ২০০১ এর অক্টোবর-নভেম্বর থেকে ২০০২ এর জানুয়ারি-ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ ফুটবলের ফিফা সদস্যপদ স্থগিত করলে প্রথমবারের মতো সাফের আসরও স্থগিত করা হয়। তবে পরবর্তীতে ২০০৩ সালে পুনরায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
NB:This post is collected from https://www.kalerkantho.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা