অনলাইন ডেস্ক
ঈদের ছুটির আমেজ শেষ হতে না হতেই ক্রিকেট মাঠে ২২ গজের লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। বন্দরনগরী চট্টগ্রামে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ সামনে রেখে স্বাগতিক দল প্রস্তুতি সম্পন্ন করেছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে সাত নম্বরে। ঈদের আগে একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচেও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ওই জয়ের অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশ দল একদিনের সিরিজে মাঠে নামতে চায়। যদিও প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান সহজ নয়। সফরকারী দলে আছে রাশিদ খানের মতো পরীক্ষিত স্পিনার। যিনি যে কোন সময় খেলার পার্থক্য গড়ে দিতে পারেন। প্রতিপক্ষের দূর্বলতা খুঁজেই রণকৌশল সাজিয়েছেন বাংলাদেশ কোচ। মাঠে নামবে সেরা একাদশ নিয়েই।
অন্যদিকে, ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে তারা। একদিনের ক্রিকেট সিরিজ সামনে রেখে সফরকারীরা আবুধাবিতে প্রস্তুতিও নিয়েছে। যদিও ঘরের মাঠে বাংলাদেশ সব সময় শক্তিশালী প্রতিপক্ষ এরপরও জয়ের ব্যাপারে আশাবাদী আফগানরা।
ওয়ানডেতে দু’দলের ১১ বারের মোকাবেলায় বাংলাদেশ জিতেছে সাতটিতে এবং আফগানিস্তান জয় পেয়েছে চার খেলায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা