প্রখ্যাত লেখক ফজলুল হকের সহধর্মিণী রাবেয়া খাতুনের জন্মদিন পালন করা হয় ২৭ ডিসেম্বর। এদিন রাবেয়া খাতুনের লেখা ‘মুক্তিযুদ্ধের উপন্যাসসমুগ্র’ এর মোড়কও উন্মোচন করা হয়।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. আনিসুজ্জামান, আনোয়ারা সৈয়দ হক, বইটির লেখক রাবেয়া খাতুন, চলচ্চিত্রাভিনেত্রী সুজাতা, সৈয়দ সালাউদ্দিন জাকী-সহ পরিবারের সদস্য ও বিশিষ্টজনেরা। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। রাবেয়া খাতুন বহুদিন পর কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের লেখা ও প্রকাশিত এ যাবৎকালে সবশেষ বইটির মোড়ক উন্মোচন করেন। তিনি শারীরিক অসুস্থার কারণে হুইল চেয়ার বসে অনুষ্ঠানস্থলে আসেন। বইটি এবারের একুশে বইমেলাতেও পাওয়া যাবে।