অনলাইন ডেস্ক
এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভাইরাহাওয়ার প্রতিপক্ষ পোখারা রাইনোস। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। তারা মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
ষষ্ঠ উইকেটে ২৮ রান যোগ করেন আসেলা গুনারত্নে ও বিবেক যাদব। যদিও গুনারত্নে ১৬ বলে ২৩ রানের বেশি করতে পারেননি। তাকে দারুণ এক থ্রোতে রান আউট করে ফিরিয়েছেন তামিম।
বৃষ্টির আগে কেসরিক উইলিয়ামসও ফিরেছেন কোনো রান না করেই। যাদব ১৬ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন। আর বিক্রম সব ৭ বলে ৭ রান নিয়ে অপরাজিত ছিলেন। ভাইরাহাওয়ার হয়ে একাই তিন উইকেট নিয়েছেন দুর্গেস গুপ্তা। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন ধামিকা প্রসাদ, অবিনাস বোহরা ও তুল বাহাদুর। ১০.১ ওভার শেষে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। সেই সময় দলটির সংগ্রহ ছিল ৭ উইকেটে ৬৫ রান।
নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তামিমদের প্রতিপক্ষ পোখরা রাইনোজ। তামিমের আসল ভূমিকা, অর্থাৎ তার ব্যাটিং দেখার জন্য সবাই মুখিয়ে আছে। অনেকদিন ধরেই হাঁটুর চোটে ভূগছিলেন তামিম। নেপালের লিগে খেলাও তার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ।
এই চোটের কারণে দেশের হয়ে সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। এ কারণে তাকে বিশ্বকাপ দলে রাখা ঠিক হবে কিনা- তা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়। নিজেকে বিতর্কের বাইরে রাখতে বিশ্বকাপ দল থেকে নাম প্রত্যাহার করে নেন তামিম।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা