সিনিয়র স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রাক্কালে নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ডরপ জেন্ডার ওয়াচ কমিটি। বৃহস্পতিবার (৫ মার্চ) ডরপ এর জেন্ডার ওয়াচ কমিটি পক্ষ থেকে সভপতি রুবিনা ইসলাম ও সহ-সভাপতি সামছুন নাহার বিবৃতিতে জানান, নারীর প্রতি সহিংসতা আমাদের দেশে নতুন কোন বিষয় নয়। এর মোকাবেলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগও চলমান আছে। এরপরও দেশব্যাপী শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে।
দেশের প্রতিটি নারী ও শিশু সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু পুলিশ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ২০১৯ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫ হাজার ৪শ টি। তথ্য অনুযায়ী বাংলাদেশে ধর্ষণের হার ৩ দশমিক ৮০, অর্থাৎ প্রতি ১ লাখ নারীর মধ্যে প্রায় ৪জন নারী শিশুকেই ধর্ষণের শিকার হতে হচ্ছে, যা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশী।
বাংলাদেশ পুলিশ হেড়কোয়ার্টার্স ওয়েবসাইট সুত্রে জানা গেছে, শুধু পরিসংখ্যান বিবেচনায় ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ধর্ষণের এই হার বাড়ার পরিমাণ প্রায় প্রতি লাখে ১ দশমিক ৩৫ জন বা এক-তৃতীয়াংশ। আর ২০১৯ সালে প্রথম ছয় মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১০ হাজার ১৫৯টি যা আগের হারের প্রায় দ্বিগুণ।
পুলিশ স্টাফ কলেজের (২০১৮) গবেষণা অনুযায়ী, ধর্ষণের শিকার নারী ও শিশুদের ৭০ দশমিক ৯ শতাংশের মাসিক কোন আয় নেই এবং ১৯ দশমিক ৪ শতাংশ নারী ও শিশুর মাসিক আয় ১০ হাজার টাকারও নিচে। এদের গড় মাসিক আয় মাত্র ২ হাজার ৮৪১ টাকা। যার কারণে এসব নারী ও শিশুর মামলা, বিচারিক প্রক্রিয়ায় সমান অংশগ্রহণের সুযোগ থাকে না, ন্যায়বিচারও তাঁরা পান না।
বিবৃতিতে তারা আরো জানান, আয়যোগ্য এবং গৃহস্থালী কাজের মূল্যায়ন না হওয়ায় সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় এখনো অনেক পিছিয়ে আছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহনের সুযোগ বৃদ্ধি করতে হবে। জনসংখ্যার অর্ধেক নারী এবং তাদের মধ্যে আগামী প্রজন্মে অধিকার সমুন্বত রাখতে ধর্ষন-নির্যাতনের মত কুৎসিত বিষয়কে যেভাবেই হোক সমাজ থেকে দূর করতে হবে। করতে হবে সমতার দৃঢ় অঙ্গীকার।
আইনের সুষ্ঠু ও দ্রুততর প্রয়োগ এবং সমাজের বিবেকবান ও সম্মানিত ব্যক্তিদের প্রচেষ্টায় এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে। আসছে নারী দিবসে বেসরকারি উন্নয়ন সংগঠনের পক্ষে এই হোক আমাদের অঙ্গীকার।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা