অনলাইন ডেস্ক
মঙ্গলবার সকালে সূচি ঘোষণা করে আইসিসি। প্রথম পর্বে বাংলাদেশের ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে লড়বে ও ২১ অক্টোবর মুখোমুখি হবে লড়াই পাপুয়া নিউ গিনির। এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে। স্থানীয় সময় ৬টায় শুরু হবে ম্যাচগুলো। বাংলাদেশ সময় রাত ৮টায়।
শুরুতে বাংলাদেশকে খেলতে হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি।
এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। বাছাই পর্বের তুলনামূলক কঠিন গ্রুপ এটি।
গ্রুপ ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এই হিসেবে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে খেলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে একই গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সুপার টুয়েলভের গ্রুপ-২ এ তাঁদের প্রতিপক্ষ আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এ ছাড়া বাছাইপর্ব থেকে সুযোগ পাবে দুটি দল। ভারত ও পাকিস্তানের লড়াই দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের গ্রুপ-২ এর খেলা। ২৪ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে এই দুই দল। ১৭ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে ১৪ নভেম্বর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা