চীন থেকে ফেরত আসা বাংলাদেশীদের মধ্যে যাদের জ্বর হয়েছে তারা কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সোমবার রাতে আশকোনা কোয়ান্টাইন কেন্দ্র থেকে মাথব্যথা নিয়ে একজন উহান ফেরত যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ও জ্বর নিয়ে ইতিপূর্বে ভর্তি হওয়া আরো একজনের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল।
আশকোনা হাজী ক্যাম্পে অবস্থানরত সবাই সুস্থ আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসকগণ ক্যাম্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আশকোনা হাজী ক্যাম্পে অবস্থানরত নাগরিকদের জন্য নিয়মিতভাবে পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
তিনি জানান, সোমবার হেল্থ ক্লাস্টার সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিকেলে আইইডিসিআর এর সম্মেলন কক্ষে রিস্ক্ কমিউনিকেশন নিয়ে পার্টনারদের একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে, সম্মিলিতভাবে রিস্ক্ কমিউনিকেশন বার্তা সমুহ তৈরী করা হবে এবং প্রচারের ব্যবস্থা করা হবে।
আইইডিসিআর জানিয়েছে, গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চীন থেকে দেশে ফিরেছে ৬৭৮৯ জন। এদের মধ্যে গতকাল ফিরেছে ৮৩৭ জন যাত্রী। এ পর্যন্ত আইইডিসিআর এর হটলাইন সেন্টারে মোট কলের সংখ্যা ৮২০ জন। গত ২৪ ঘন্টায় কল এসেছে ২৯০ জন। আইইডিসিআর এ এন করোনা সংক্রান্ত কল এসেছে ৫৫৬ টি।
এরমধ্যে গত ২৪ ঘন্টায় এসেছে ২৬৬ টি। আইইডিসিআর এ এনকরোনা সংক্রান্ত সেবা গ্রহীতার সংখ্যা ৩৯ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সেবা নিয়েছে ৭ জন। এনকরোনা সংক্রান্ত পরীক্ষা হয়েছে ৪৩ টি। এরমধ্যে গতকাল হয়েছে ৪টি। এখন পর্যন্ত আইইডিসিআর কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পায়নি।
করোনা সংক্রান্ত প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। নম্বর : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
এনকরোনা প্রতিরোধে আইইডিসিআর এর নির্দেশনা
যদিও এখন পর্যন্ত বাংলাদেশে কোন ২০১৯-এনকরোনা সংক্রমণ পাওয়া যায় নাই। তবে সতর্ক থাকা প্রয়োজন। ২০১৯-হঈড়ঠসংক্রমণের প্রতিরোধে করণীয় ঃ
ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ)
* অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না
* ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন
* কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)
* অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন
* মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন
* অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন
* জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন
* অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা