ভারতীয় ব্যাটসম্যা রোহিত শর্মা সাদা পোশাকে প্রথমবার ওপেন করতে নেমেই রেকর্ড করেছেন। তিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। শেষ ম্যাচে করেছেন ডাবল সেঞ্চুরি। চার ইনিংসে ব্যাট হাতে করেছেন ৫২৯ রান।
এই রেকর্ডের কারণে তার টেস্ট র্যাংকিংয়ে পরিবর্তন এসেছে। তিনি আগে ছিলেন ৪৪ নম্বরে। এখন তিনি উঠে এসেছেন ১০ নম্বরে।
বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের পর তৃতীয় কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ দশে নিজের নাম লেখালেন রোহিত শর্মা। টেস্টে দশ নম্বরে উঠে আসা রোহিত ওয়ানডে ফরম্যাটে আছেন দুই নম্বরে আর টি-টোয়েন্টিতে যৌথভাবে আছেন সাত নম্বরে।
ভারতীয় কোনো ওপেনার হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় এখন দুই নম্বরে রোহিত শর্মা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা