অনলাইন ডেস্ক
গেল সপ্তাহেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলেছিল ডেমোক্র্যাট শিবির। তাদের চোখে অনেকটা ফ্যাসিস্ট ঘরনার ট্রাম্প। অথচ সেই ট্রাম্পকেই ভোট দিয়ে আবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে চলেছে মার্কিন নাগরিকরা। আর যদি তা হয়েই যায় তাহলে ১৩২ বছর পর ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট হবেন, যিনি পরাজিত হওয়ার পর আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে বীরের বেশে জিতেছেন।
জয়ের পথ সংকীর্ণ হয়ে গেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দলের। রিপাবলিকান পার্টির রঙে লাল হয়ে উঠছে ভোটের মানচিত্র। শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে ছিলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তবে সময় গড়ানোর সাথে সাথে সেই ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করেছিলেন কমলা। কিন্তু শেষ পর্যন্ত তাতেও ভাটা পড়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৬৬টি ভোট। বিভিন্ন জরীপ বলছে ট্রাম্প ৩ শতাধিক ভোট পেতে পারেন। যেখানে ২১৩টি ভোটে আটকে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তবে আমেরিকায় এবার ৮ কোটির বেশি ভোটার আগাম ও ডাকযোগে তাদের রায় জানিয়েছেন। তাই এখন তাদের দিকে তাকিয়ে রয়েছে কমলার শিবির।
ডেমোক্র্যাটিকদের আশা ছিল কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমেরিকার গণতন্ত্রের দুইশ বছরের ইতিহাসে নাম লেখাবেন। সেখানে বাধ সেধে ইতিহাস গড়তে যাচ্ছেন আমেরিকার একসময়ের বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই জয়ের আভাসে উল্লাসে ফেটে পড়েছে তার সমর্থকরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা