অনলাইন ডেস্ক
করাচি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। পাকিস্তানের করা ২০০ রানের জবাবে ১৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে শুরুতে বাবর আজমকে ও ব্যক্তিগত ১০ রানে ফখর জামানকে ফিরিয়ে দিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই ব্যাটিং তাণ্ডব শুরু করেন রিজওয়ান ও হায়দার। দুজনে মিলে ৬২ বলে গড়েন ১০৫ রানের জুটি। দলীয় ১৪০ রানে চলে গেলে ভাঙ্গে এই জুটি। মাঝে আরও তিনটি উইকেট পরলেও শেষদিকে মোহাম্মদ নওয়াজের ঝড়ো ১০ বলে ৩০ রানের ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২০০ রানের বড় সংগ্রহ তোলে বাবর আজমের দল।
জবাব দিতে নেমে ৮৮ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। তবে শেষদিকে রোমারিও শেফার্ডের ২১ ও ওডেন স্মিথের ২৪ রানে ১৩৭ রান তুলতে সক্ষম হয় তারা।
পাকিস্তানের হয়ে ৪০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এছাড়া ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন শাদাব খান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা