দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট ইডেনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টস হয়েছে বিশেষভাবে তৈরি রূপার মুদ্রায়।
ভারত-বাংলাদেশ দুই দলই প্রথম পিঙ্ক বলের দিন-রাতের টেস্ট খেলতে মাঠে নামছে।
গোলাপি ম্যাচে টাইগার একাদশে এসেছে দুই পরিবর্তন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় ঢুকেছেন পেসার আল-আমিন হোসেন। আর ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজের স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন নাঈম হাসান।
তবে অপরিবর্তিত রয়েছে ভারত একাদশ। প্রথম টেস্ট হেরে দুই ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে টাইগাররা। দ্বিতীয় ও শেষ টেস্টে চমক দেখাতে চান তারা।
এর আগে দুই দলের ক্রিকেটাররা হাত মেলালেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
পরে ইডেন গার্ডেনসে ঐহিত্যবাহী ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ-ভারতের গোলাপি বলের টেস্টের যাত্রা শুরু করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আর পাশে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারতের সাবেক তারকা শচীন টেন্ডুলকার।
ভারত: মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজা, ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন। মহম্মদ শামি, ইশান্ত শর্মা
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা