অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে।
আজ (সোমবার, ২৬ জুলাই) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সঙ্গে ওয়ার্ড ও আইসোলেশনে রোগী ভর্তি আছে ২৮৩ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪৬.৮৪ শতাংশ।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশালের আরটি-পিসিয়ার ল্যাবে সংগৃহীত ১৯০ জনের নমুনার মধ্যে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৬.৮৪ শতাংশ। বরিশাল শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ৪৭ জন। এদের মধ্যে ২৪ জন করোনা পজেটিভ।
আরোও পড়তে পারেন : ট্রানজিট সুবিধা প্রত্যাহার, বেনাপোল থেকে ফেরত এল পণ্যবোঝাই ট্রাক