অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার রিও ডি জেনিরোতে ম্যাচের শুরুতেই কলম্বিয়া ১-০ ব্যবধানে স্ট্রাইকার লুইজ দিয়াজের গোলে। ব্রাজিলের ডি-বক্সের সামনে খেলোয়াড়দের জটলার মধ্যেই বাইসাইকেল কিক নেন দিয়াজ। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই জালে বল পাঠান কলম্বিয়ান স্ট্রাইকার।
প্রথমার্ধের বাকি সময়টায় অনেক চেষ্টা করেও সমতায় আনতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর খেলার দ্বিতীয়াংশ শুরু হলে ৭৮ মিনিট মাথায় ১-১ গোলে ম্যাচ সমতায় আনে ব্রাজিল। লোদির দুর্দান্ত ক্রস শট থেকে হেড দিয়ে কলম্বিয়ার জালে বল ঢুকান ফিরমিনো।
ব্রাজিলের দেয়া প্রথম গোল নিয়ে আপত্তি তোলে কলম্বিয়া। রেফারির সঙ্গে বেশ কিছুক্ষণ তর্কও হয়, তাতে খেলা বন্ধ থাকে ৫-৬ মিনিট। কিন্তু শেষ পর্যন্ত তাদের আপত্তিতে কান না দিয়ে অনড় থাকে রেফারি।
খেলার এই সময়টা নষ্ট হওয়ার কারণে নির্ধারিত ৯০ মিনিটের পর ১০ মিনিট বাড়ে অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে বসে ব্রাজিল।ডান পাশ থেকে করা নেইমারের কর্নার দুর্দান্ত হেড করেন ক্যাসেমিরো। তার এই হেডেই কাঁপিয়ে দেয় কলম্বিয়ার জাল। এতেই ২-১ গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিলের অর্জন তিন ম্যাচে ৯ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। তিন ম্যাচ খেলা পেরুর পয়েন্টও ৪। গোল ব্যবধানে পিছিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে। একই মানদণ্ড অনুসারে ইকুয়েডর চার ও ভেনেজুয়েলা পাঁচ নম্বরে অবস্থান করছে। দুদলেরই পয়েন্ট তিন ম্যাচে ২।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা