উচ্চতাই কাল হল এক আফগান ক্রিকেট ভক্তের। সুদূর কাবুল থেকে লখনউ এসেছেন শের খান। উচ্চতা পাক্কা ৮ ফুট ২ ইঞ্চি।
লখনউ শহরে চলছে আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ।মাঠে গিয়ে নিজের দেশ প্রিয় দলকে সমর্থন জানাবেন বলেই সোজা হাজির হয়েছেন লখনউতে।
কিন্তু লখনউ শহরে কোনও হোটেল তাঁকে ঘর দিতে রাজি হচ্ছিল না। কারণ তাঁর উচ্চতা। একাধিক হোটেলে ঘুরেও ঘর না পেয়ে অগত্যা মঙ্গলবার রাতে তিনি হাজির হন থানায়।
শেষ অবধি পুলিশের সহযোগিতায় লখনউ শহরের নাকা এলাকার হোটেল রাজধানীতে ঘর পেয়েছেন শের খান। সেখানেই মঙ্গলবার রাতটা কাটান।
কাবুলের বাসিন্দাকে দেখতে বুধবার সকাল থেকে হোটেলের সামনে ভিড় জমে যায়।
হোটেল মালিক বলেছেন, ‘অন্তত ২০০ লোক ৮ ফুট ২ ইঞ্চির শের খানকে দেখতে হোটেলের সামনে ভিড় জমিয়েছিল। এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হয়েছেন তিনি।’
হোটেলের বাইরে এত লোক থাকায় নিরাপত্তার অভাব বোধ করছিলেন শের খান। শেষ পর্যন্ত পুলিশই একানা স্টেডিয়ামে পৌঁছে দেয়ে কাবুলের বাসিন্দাকে।
জানা গেছে, অন্তত চার থেকে পাঁচদিন লখনউতে থাকবেন শের খান। এনডিটিভি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা