সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে এখন রাজকোটে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে খেলতে নামবেন টাইগাররা।
টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, আমরা প্রথম ম্যাচ জিতেছি। এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। তবে আমরা বসে নেই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেরাটা দেয়ার চেষ্টা করেছে।
তিনি বলেন, তারা জিততে মুখিয়ে আছে-এ কথা সত্য। তবে আমরা ছেড়ে দেব না। আমরাও মরিয়া হয়ে আছি জেতার জন্য। কারণ, আমাদের সামনে অনেক বড় সুযোগ। এ সিরিজ জিততে পারলে আমাদের অনেক বড় অর্জন হবে।
রাজকোটে বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ আরও বলেন, ‘আমরা জানি ভারত ঘরের মাটিতে ও বাইরে বেশ ভালো দল। সুতরাং তাদেরকে হারাতে প্রথম বল থেকেই আমাদের সর্বোচ্চটা দিতে হবে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে এখন রাজকোটে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে খেলতে নামবেন টাইগাররা। তিনি জানালেন, উইকেট দেখে প্রয়োজনে একাদশে পরিবর্তন আসতে পারে।
ইতিহাস সৃষ্টির লক্ষ্য নিয়ে ২য় টি-২০তে মাঠে নামছে বাংলাদেশ
টাইগার অধিনায়ক বলেন, আপাতত দলে বদল আসার সম্ভাবনা নেই। আমরা প্রথমে রাজকোটের উইকেট দেখব। এর পর সিদ্ধান্ত নেব। প্রয়োজনে একাদশ পরিবর্তন হলেও হতে পারে। অন্যথায় উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করব।
ভারতের বৈচিত্র্যময় বোলিং লাইন আপের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, ‘যদি তাদের বোলিং লাইন আপ বিবেচনা করেন ওরা খুব বৈচিত্র্যময়। ওদের ভালো কিছু স্পিনার আছে, আবার ভালো মানের পেসারও আছে।’
এই বৈচিত্র্যময় বোলিং লাইন আপের বিপক্ষেই ভালো ব্যাটিং করে রান আদায় করে নিতে হবে টাইগারদের। রাজকোটের ব্যাটিং বান্ধব উইকেটে পার স্কোর ১৭০। মাহমুদউল্লাহ করতে চান ১৭০ এর বেশি, ১৭০ কে করেছেন পাখির চোখ। যদিও উইকেটের আচরণ মূল্যায়ন করেই খেলবে তার দল।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এখানকার (রাজকোট) ট্র্যাক রেকর্ড দেখে যা বুঝেছি এটা ব্যাট করার জন্য ভালো উইকেট হবে। আশা করছি আমরা ১৭০ এর বেশি করতে পারবো। খেলা শুরু করার আগে যদিও আমাদের উইকেট মূল্যায়ন করতে হবে।’
রাজকোটের ম্যাচে জয় কেবলমাত্র একটি সিরিজ জয়ই নিশ্চিত করবে বাংলাদেশ তা নয়, দেশের ক্রিকেট ইতিহাসে যোগ হবে আরও অনেক কিছু। ভারতকে হারাতে পারলে বাংলাদেশ দলের সিরিজ জয়তো নিশ্চিত হবেই। পাশাপাশি দেশের বাইরে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে প্রথমবারের মত দ্বিপাক্ষিক তিন ম্যাচ টি-২০ সিরিজ জয়ের ইতিহাস রচনা করা হবে।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, আমিনুল ইসলাম, আরাফাত সানি, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি ও মোহাম্মদ মিঠুন।