জেলার ৭ উপজেলায় চলতি রবি মৌসুমের ১ লাখ ৪৩ হাজার ১৪৩ মে:টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সবজি আবাদের টার্গেট ধরা হয়েছে ৬ হাজার ৬২৭ হেক্টর জমিতে। প্রতিবছরই এ জেলায় সবজির বাম্পার ফলন হয়। তাই শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ব্যাপক সবজি আবাদের আশা করছে কৃষি বিভাগ।
ইতোমধ্যে দেড় হাজার হেক্টর জমিতে সবজি আবাদ সম্পন্ন হয়েছে। সামনের দিনগুলোতে আবাদ আরো বাড়বে ।কৃষি বিভাগ সূত্র জানায়, জেলায় অক্টোবরের শেষ দিকে সবজির আবাদ শুরু হয়। এখানে একটু দেরিতে ফলন হয়। কারণ এখানে বছরের শেষ দিকেও বৃষ্টিপাত হয়। আগামী মার্চ মাস পর্যন্ত এখানে সবজির আবাদ চলবে।
স্থানীয় কৃষকরা জানান, তারা কৃষি বিভাগের পরামর্শে সবজি চাষ করছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ জানান , জেলায় অধিক ফলনের আশা রয়েছে । সবজির জন্য প্রচুর ডিএপই সার প্রয়োজন হয়। আমাদের কাছে তার পর্যাপ্ত মজুদ রয়েছে।
এই জেলায় লাল শাক, মূলা, পালং শাক, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শশা, শিম, মিষ্টি কুমড়া, পেঁপে, করলা, কাঁচাকলা, দুন্দুল, বরবটি, ধনে পাতা চাষ হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা