অনলাইন ডেস্ক
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) মস্কোর একটি আদালত তার বিরুদ্ধে এ রায় দেয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
রায় ঘোষণার পরই দেশজুড়ে রাজপথে নেমে আসে নাভালনি সমর্থকরা। তীব্র শীত উপেক্ষা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির মধ্যেই বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ। মস্কোর কেন্দ্রস্থল ও সেন্ট পিটার্সবার্গসহ বিভিন্ন স্থানে নাভালনির মুক্তির দাবিতে আওয়াজ তোলে সমর্থকরা।
বিবিসি জানিয়েছে, জালিয়াতির একটি মামলায় স্থগিত হওয়া সাজার শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৪ সালের ওই মামলায় তার স্থগিত সাজা কারাদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। ওই মামলায় এরইমধ্যে এক বছর গৃহবন্দি ছিলেন তিনি। ফলে সাড়ে তিন বছরের কারাদণ্ডের মেয়াদ থেকে ওই এক বছর বাদ যাবে। অর্থাৎ আড়াই বছর জেল খাটতে হবে তাকে।
এদিন আদালতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষ প্রয়োগকারী হিসেবে আখ্যায়িত করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।