অনলাইন ডেস্ক
চলতি মাসে ‘গুলবেনক্যিয়া প্রাইজ ফর হিউম্যানিটি’ পুরস্কার পেয়েছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সাড়া জাগানো সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ। আর এই পুরস্কার থেকে এক লাখ ইউরো বাংলাদেশ ও ভারতের বন্যাদুর্গতদের সাহায্যে পাঠিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার্তদের জন্য ব্যয় করতে বাংলাদেশ ও ভারতের দুটি করে চারটি সংস্থা সমপরিমাণ অর্থ পাবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বাংলাদেশের বন্যাদুর্গতদের সহায়তায় ব্র্যাকের মাধ্যমে দেয়া হচ্ছে ২৫ হাজার ইউরো। সহায়তার মধ্যে থাকছে শুকনো খাবার, অস্থায়ী আশ্রয় এবং স্বাস্থ্যসেবা।
অপরদিকে ভারত ও বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য দীর্ঘমেয়াদে সহায়তা ও অবকাঠামো নির্মাণে ৫০ হাজার ইউরো পাচ্ছে একশন এইড। আর ভারতের বন্যাদুর্গতদের পোশাক, খাবার, ওষুধ এবং অন্যান্য জরুরি সহায়তা দিয়ে গুঞ্জ নামে এনজিও পাবে ২৫ হাজার ইউরো। বর্তমানে ভারত ও বাংলাদেশ মিলিয়ে বন্যাকবলিত রয়েছেন কমপক্ষে ৯৬ লাখ মানুষ।