সিনেমা ব্যানার পেইন্টিং নিয়ে কর্মশালার আয়োজন করেছে যথাশিল্প। এই কর্মশালাটি পরিচালনা করছেন বিশিষ্ট সিনেমা ব্যানারশিল্পী মোহাম্মদ শোয়েব এবং কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পী ও গবেষক শাওন আকন্দ। ই কর্মশালার মাধ্যমে আয়োজকবৃন্দ আশা করছেন যে, সমসাময়িক বাংলাদেশের নিজস্ব চিত্রভাষা নির্মানে কিছু নতুন প্রচেষ্টা ও সম্ভাবনার দুয়ার হয়তো খোলা সম্ভব হবে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সিনেমা ব্যানার পেইন্টিং ভারতীয় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রভাষা। এর সূত্রপাত ঘটেছিল চলচ্চিত্র শিল্পের প্রচারকাজের অংশ হিসেবে। এই অঞ্চলে চলচ্চিত্রশিল্পের প্রসার ও প্রচারের সঙ্গে সিনেমা ব্যানার পেইন্টিং এর ইতিহাস ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ১৯ শতকের শেষ ভাগে রাজা রবি বর্মার পশ্চিমা শৈলিতে ভারতীয় বিষয়বস্তু নিয়ে আঁকা চিত্রকলা ও জনপ্রিয় ছাপাই ছবির সঙ্গে এই বিশেষ শৈলিটির সংযোগ আছে।
সিনেমা ব্যানার পেইন্টিংয়ের অসাধারন চিত্রভাষা ও নন্দনতাত্ত্বিক ভঙ্গি নির্মাণে নন-একাডেমিক শিল্পীদের বিশেষ অবদান রয়েছে বলে মনে করা হয়। তাদের শিল্পবোধ ও নান্দনিক চেতনা সিনেমা ব্যানার পেইন্টিংয়ের মাধ্যমে এক নতুন জীবন-যাপন-ঘনিষ্ঠ চিত্রভাষার জন্ম দিয়েছিল যা এখন বিলুপ্তির পথে। এই বিলুপ্ত-প্রায় চিত্রভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন ও প্রসারের নতুন পথ খোঁজার প্রত্যাশা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। সাতদিনব্যাপী এই কর্মশালা শুরু হয়েছে ৫ অক্টোবর, শনিবার। শেষ হয়েছে ১১ অক্টোবর, শুক্রবার । সামদানি আর্টিস্ট লিড ইনশিয়েটিভস ফোরাম এর সহযোগিতায় যথাশিল্প এই কর্মশালার আয়োজন করেছে, ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচজন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তাঁরা হলেন রেজাউর রহমান, ইমতিয়াজ নাসির, রাফিকা মজুমদার, মুনতাসিব রহমান আনান ও হেমায়েত হিমু।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা