দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি আন্তর্জাতিক খোলাবাজার (স্পট মার্কেট) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ৪৩টি কোম্পানির মধ্য থেকে ১৭টিকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।
আজ (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ প্রস্তাবটি অনুমোদন করা হয়।
মন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন অনুসারে আলোচনার জন্য আন্তর্জাতিক তেল কোম্পানির উদ্যোক্তাদের কাছ থেকে এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করা হলে ৪৩টি প্রতিষ্ঠান ইওআই দাখিল করে।
প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটি (পিপিপি) কর্তৃক বাছাইকৃত ২৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে ১৭টি প্রতিষ্ঠানের সঙ্গে খসড়া মাস্টার সেল অ্যান্ড পার্চেজ এগ্রিমেন্ট (এমএসপিএ) চূড়ান্ত করা হয় বলেও জানান তিনি।
NB:This post is copied from thedailystar.net/bangla/
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা