সকলকে স্বাস্থ্য অধিদপ্তরের উপদেশ অনুসরণের আহ্বান
চীনের বাইরে কয়েকটি দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্রুত বিস্তার ও কয়েকটি দেশে সংক্রমণের উৎস খুঁজে না পাওয়াটা কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণকে জটিল করে তুলেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।
তিনি বলেন, চীনের বাইরে কয়েকটি দেশে কোভিড-১৯ আক্রান্তদের রোগতাত্ত্বিক তথ্য পরীক্ষা করে দেখা গেছে যে, তাদের রোগাক্রান্ত হবার সাথে চীন ভ্রমণ কিংবা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সংস্পর্শের ইতিহাস নেই। অজানা উৎস থেকে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ঘটনা ও ইনফ্লুয়েঞ্জার মত কোভিড-১৯ এর দ্রুতবিস্তারকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জটিল পরিস্থিতি বলে আখ্যায়িত করেছে।
তিনি বলেন, কোভিড-১৯ এর সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে হলে এর উৎসকে চিহ্নিত করে তাকে বিচ্ছিন্ন করতে হয়। চীনের হুবেই প্রদেশে বিশেষ করে উহান শহরকে বিচ্ছিন্ন করে তার কিছু সুফল দেখা যাচ্ছে, এখন হুবেই প্রদেশে কোভিড-১৯ সংক্রমণের হার নিম্নমুখী। সিঙ্গাপুরেও এ ধরণের পদেক্ষেপের সুফল দেখা যাচ্ছে।
তিনি, এ অবস্থায় আমরা সংক্রমণ প্রতিরোধের জন্য সকলকে স্বাস্থ্য অধিদপ্তরের উপদেশ অনুসরণের আহ্বান জানাচ্ছি। বিশেষ করে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। অত্যাবশ্যক নয় এমন ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। অত্যাবশ্যকীয় ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ প্রতিরোধের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। যে কোন জিজ্ঞাস্য আইইডিসিআর-এ স্থাপিত কোভিড-১৯ নিয়ন্ত্রণ কক্ষের হটলাইনে ফোন করে জেনে নেয়া যাবে। হটলাইন নম্বর : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে আইইডিসিআর এর পরামর্শ
* নিয়মিত সাবান ও পানিদিয়ে দুই হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ডযাবৎ) * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেননা * ইতোমধ্যে আক্রান্তএমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়েচলুন * কাশিশিষ্টাচার মেনেচলুন (হাঁচি/কাশিরসময়বাহু/ টিস্যু/ কাপড়দিয়েনাক-মুখ ঢেকে রাখুন) * অসুস্থ পশু/পাখিরসংস্পর্শ পরিহারকরুন * মাছ-মাংস-ডিম ভালোভাবেরান্নাকরেখাবেন * অসুস্থ হলেঘরে থাকুন, বাইরে যাওয়াঅত্যাবশ্যকহলেনাক-মুখঢাকারজন্য মাস্ক ব্যবহারকরুন * জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন * অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা