তসলিম উদ্দিন
মাতৃভাষার বিধান সৃষ্টি তত্ত্বে ভরা তথ্য
পদ্ধতি,নিয়ম, বিশ্লেষণ সাধারণীকৃতই সত্য।
যে ভাষা শুদ্ধরুপে লিখতে, পড়তে, বলতে পারা যায়।
মাতৃভাষা চর্চায় ব্যাকরণ দক্ষতা বাড়ায়।
শিশু জন্মে ধ্বনি রপ্ত করে শেখে শব্দ শেষে বাক্য।
হাজার বছরের বাংলা জলন্ত তার সাক্ষ্য।
পঠনে-পঠনে লিখনে শুদ্ধ ব্যাকরণ
বাংলা ছেড়ে বাংরেজেরা বদলায় অকারণ।
ইংরেজ প্রীতি, ইংরেজ রীতি বাংলা ত্যাগী মধুসূদন দত্ত
মাতৃভাষা, মায়ের ভাষায় আছে কত তত্ত্ব।
বাংলায় আছে ধ্বনি, বর্ণ, শুদ্ধ অক্ষর, শব্দ, পদ ও বাক্য
বহতা স্রোতসীনির স্বচ্ছতোয়া রয়েছে তার সাক্ষ্য।
ধ্বনি, ছন্দ, অলংকার, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, রীতি
ভাব প্রকাশে ভাষার লালিত্য যোগায় যতি।
ধ্বনির – সন্ধিতে মিলন ঝামেলায় ণ,ত্ব,ষ-ত্ব
দীর্ঘশ্বাসের শিস ধ্বনি শ,ষ,স,রয়েছে আরো কত।
স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের চ্ছটায় বাগময় হয় ভাষা
অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষে ঠাসা।
একই অঙ্গে এতই রুপ কিন্তু অর্থ ভিন্ন
সমাসের সমস্যা প্রকাশ রীতি করে ছিন্ন।
মাতৃভাষা মায়ের ভাষায় রয়েছে পঞ্চবর্গ
রাষ্ট্রভাষা,মহান ভাষা বাংলা মোদের স্বর্গ।
একুশে ফেব্রুয়ারি শপথ হউক শুদ্ধের ব্যবহার
রক্ত শপথে স্মরণ করি সালাম, বরকত, রফিক, জাব্বার।
অর্ধশত মুক্তার মালায়,রচিত ভাষার মালা
শপথ হোক ফি বছর দুর হোক জ্বালা
শীতের শিশিরে নগ্ন পায়ে ফুলের মালা হাতে
করুণ সুরে ঊষালগ্নে শহীদ মিনার প্রাতে।