অনলাইন ডেস্ক
কক্সবাজারে সৈকতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার ঘোরকঘাটা ইউনিয়নের উত্তর ঘোনারপাড়া এলাকার জাকারিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, সুমদ্র সৈকতের ঝাউবাগানে অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় ফয়সাল ও আরমানে নামে দুই যুবককে সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। এসময় তাদের বহন করা ব্যাগ থেকে চারটি অস্ত্র, দুই রাউন্ড রাইফেল গুলির পাশাপাশি তাদের ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরোও পড়তে পারেন : রোমে স্বাধীনতা দিবস উদযাপন