অনলাইন ডেস্ক
এদিকে একদিনে ৩৫ ট্রাক কাঁচা মরিচ আমদানি হওয়ায় কেজিতে দাম কমেছে ৪০ টাকা। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলুনায় আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে হিলি খুচরা বাজার ঘুরে দেখা যায়, এক দিন আগে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কেজিতে ১৫ টাকা বাড়িয়ে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজও কেজিতে ১০ টাকা বাড়িয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গতকাল সোমবার খুচরা বাজারে আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজি দরে। আজ মঙ্গলবার কেজিতে ৪০ টাকা কমিয়ে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আমদানি হলেও চাহিদার তুলনায় কম আমদানি হওয়ায় খুচরা বাজারে দাম বাড়ছে। তবে পুজার আগে পেঁয়াজের দাম কমার সম্ভবনা নেই দাম আরও বাড়তে পারে বলে জানান তারা।
হিলি বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা বলেন, টানা বৃষ্টি হওয়াতে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় দেশীয় কাঁচা মরিচ এখন পাওয়া যাচ্ছেনা। তাই আমরা এখন আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি করছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা