অনলাইন ডেস্ক
বৈঠকে রুশ প্রেসিডেন্ট গাজায় বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন ‘ফিলিস্তিনি জনগণের দুর্দশায় মস্কো ব্যথিত’। ফিলিস্তিনিদের স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টির আকাঙ্খাকেও রাশিয়া সমর্থন করে।
আরব বিশ্বের সাথে রাশিয়ার দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া। গাজা সংঘাতের মূল কারণ হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা।
রুশ প্রেসিডেন্ট বলেন, বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ইসরাইলি আগ্রাসনে বেশিরভাগই নারী ও শিশু মারা গেছে। জাতিসংঘ বলছে, মৃতের সংখ্যা এরইমধ্যে ৪০ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
মাহমুদ আব্বাস রাশিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা মনে করি রাশিয়া ফিলিস্তিনি জনগণের অন্যতম প্রিয় বন্ধু। ১৯৪৭ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ে এক হাজারের বেশি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি প্রস্তাবও যদি বাস্তবায়িত হতো তাহলে ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার নিশ্চিত করতে সাহায্য করতে পারত।
ইসরাইল গাজায় যেসব মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, তা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একজন হিসেবে রাশিয়াকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান আব্বাস।
স্থানীয় সময় সোমবার এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কোতে যান আব্বাস। বুধবার পর্যন্ত সেখানেই থাকবার কথা রয়েছে তার। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে আলোচনার উদ্দেশে আঙ্কারা সফর করবেন মাহমুদ আব্বাস।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা